Hacker হওয়ার জন্য Programming language জানা টা কি জরুরী?

প্রগ্রামিং পিকচার


আপনি হ্যাকার হতে চান?

আপনি জানতে চান  হ্যাকার হওয়ার জন্য আপনাকে কি প্রোগ্রামিং ভাষা শিখতে হবে?

এখন মূল কথাই আসা যাক। 
Hacker বলতে আপনারা কি বুঝেন তা জানি না। 
তবে একজন অতি দক্ষ hacker হতে হলে, programming হলো এমন একটা বিষয় যা তুমি কখনই অবহেলা করতে পারবেনা।

একজন programming language না জানলেও hacker হতে পারবে। তবে আমি উপরে একটা কথা উল্লেখ করেছি “অতি দক্ষ”।
আসলে মূল কথা হল, তুমি যদি একজন সাধারন hacker ও হতে চাও, তবুও তোমার অন্তত কইএকটা programming language এর basic concepts জানা লাগবে।(এইখানেই অনেকের মন ভেঙে যাবে। কিন্তু হতাশ হবেন না। এখন প্রোগ্রামিং শেখা অনেক সহজ।)

এখন আসি  কেন তুমি hacker হওয়ার জন্য programming language শিখবে।
১.Hacker হল একজন problem solver এবং tool builder । programming শেখার মাধ্যমে তুমি বিভিন্ন সমস্যার সমাধান খুজে বের করতে পারবে সহজেই।( Because programming is all about iq test)

২. Programming শেখার মাধ্যমে তুমি script kiddies দের থেকে আলাদা হবে। কেননা একজন ভালো hacker সবসময়ই নিজের তৈরি hacking tools  ব্যবহার করতে বেশি পছন্দ করে। 

৩. Programming automation ব্যবহার করে তুমি বিভিন্ন জটিল জিনিস automatic করে ফেলতে পারবে। যার মাধ্যমে ১০ মিনিট এর কাজ ১০ সেকেন্ড এ শেষ করে ফেলা যাই। 
৪. যদি তুমি programming language জানো তবে তুমি বিভিন্ন software এর দুর্বল অংশ গুল খুজে বের করে তাতে access নিতে পারবে।

এখন তোমার মাথাই আসতে পারে তাইলে কি কি language শিখব। 



1 comment:

গুগল ডর্ক কি ? কিভাবে ব্যবহার করা যায় ? বিস্তারিত আলোচনা

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজ হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে । ATTENTION: ডর্ক ব্যবহার করে দুর্বল ওয়েবসাইট এর...