গুগল ডর্ক কি ? কিভাবে ব্যবহার করা যায় ? বিস্তারিত আলোচনা

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজ হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে ।


ATTENTION: ডর্ক ব্যবহার করে দুর্বল ওয়েবসাইট এর ক্ষতি করা সম্ভব । এখানে শেয়ার করা সবকিছু শিক্ষণীয় উদ্দেশে , অন্যকে ক্ষতি করার জন্য নয় । আপনি এর দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করলে তার দায় সম্পূর্ণ আপনার । এর পেছনে ট্রিক বিডি বা আমি: কোন অবস্থাতেই দায়ি থাকব না। সবাই আশা করি নিজ দায়িত্তে ভাল উদ্দেশে ব্যবহার করবেন ।

 

গুগল ডর্ক/ডর্ক আসলে কি ?

আমরা সচরাচর সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করে থাকি । সার্চ ইঞ্জিন হলো এমন একটি অনলাইন টুল বা ওয়েবসাইট যা ইন্টারনেট এর মোটামুটি সকল ইনফরমেশন(বিশেষ এবং পাবলিক নয় এরকম তথ্য বাদে) এর ইনডেক্স তার নিজের ডাটাবেজ এ সংরক্ষন করে রাখে । যখন আমরা কোনোকিছু সার্চ করি তখন সে কী ওয়ার্ড অনুযায়ী তার ডাটাবেজ থেকে নিজের মতো করে সংশ্লিষ্ট তথ্যগুলো আমাদের সামনে হাজির করে । ইন্টারনেট এ অসংখ্য সার্চ ইঞ্জিন আছে । বলাই বাহুল্য গুগল সবচেয়ে জনপ্রিয় । এমন এমন সার্চ ইঞ্জিন আছে যেগুলোর নাম আমি এখন লিখতে শুরু করলে আপনি প্রথমে দেখে হয়তো ভাববেন এটা আবার কি । এটা খায় না মাথায় দেয় ।

 

 

এখন আসি ডর্ক কি সে প্রসঙ্গে । আগেই বলেছি 
সার্চ ইঞ্জিন অসংখ্য ইনফরমেশন এর ইনডেক্স নিজের 
কাছে রেখে দেয় । এই ইনফরমেশন এর মধ্যে এমন 
কিছু ইনফরমেশন ও পড়ে যায় যা দিয়ে চলমান কোন 
ওয়েবসাইট এর ক্ষতি করা যায় বা কোন ওয়েবসাইট এর 
গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা যায় । যেমন ধরুন 
এই মুহূর্তে আপনার ৫০ হাজার ভ্যালিড মেইল
আইডি লাগবে । ডর্ক সম্পর্কে ধারনা না থাকলে হয়তো 
আপনি বলবেন অসম্ভব ।কিন্তু সব জায়গায় অসম্ভব কে
 সম্ভব করার জন্য অন্যদের কিছু ভুল থাকে , যা 
অন্য আরেকজনের জন্য সম্ভাবনা । সাধারন কি
ওয়ার্ডছাড়া বিশেষ কিছু কমান্ড ব্যবহার করে ওয়েবসাইট 
এর বাগ খুঁজে বের করা বা দরকারি তথ্য খুঁজে বের 
করাকে ডর্ক সার্চ বলা যায় । ডর্ক সার্চ বলতে মূলত
গুগল ব্যবহার করে DORKING করা বুঝায় ।

নিচের ডর্ক টি দেখুন । এটি ব্যবহার করে আপনি xls ফাইল আকারে ইমেইল আই ডির ইউজার নেম কালেক্ট করতে পারবেন । আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম । এরকম অসংখ্য কাজ করা যায় ডর্ক দিয়ে ।

একটা ডর্ক সার্চ হতে পারে [  inurl:admin.php site:.in]

এটার অর্থ আপনি গুগল কে বলে দিচ্ছেন আপনাকে inurl এ admin.php এবং indian site গুলো শুধু মাত্র দেখাবে। এটা করে আপনার লাভ হলো সাইট টা যদি দূর্বল হয় আপনি SQL injection এর মাধ্যমে খুব সহজেই সেই আডমিন প্যানেলের এক্সেস নিতে পারেবেন।      


আপনাদের সাথে একটা টেক্সট ফাইল শেয়ার করলাম । যেটার মধ্যে ৪৫০০ টির বেশি গুগল ডর্ক কমান্ড আছে । আপনাদের কাছ থেকে এগুলোর ভাল ব্যবহার আশা করছি ।
Download linked Failed

Tap to download  : 

Video:  


If video can't open Click Here
গুগল ডর্ক সম্পর্কে জানতে আমার পরবর্তী ব্লগ পরুন।    

1 comment:

গুগল ডর্ক কি ? কিভাবে ব্যবহার করা যায় ? বিস্তারিত আলোচনা

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজ হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে । ATTENTION: ডর্ক ব্যবহার করে দুর্বল ওয়েবসাইট এর...