গুগল ডর্ক কি ? কিভাবে ব্যবহার করা যায় ? বিস্তারিত আলোচনা

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজ হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে ।


ATTENTION: ডর্ক ব্যবহার করে দুর্বল ওয়েবসাইট এর ক্ষতি করা সম্ভব । এখানে শেয়ার করা সবকিছু শিক্ষণীয় উদ্দেশে , অন্যকে ক্ষতি করার জন্য নয় । আপনি এর দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করলে তার দায় সম্পূর্ণ আপনার । এর পেছনে ট্রিক বিডি বা আমি: কোন অবস্থাতেই দায়ি থাকব না। সবাই আশা করি নিজ দায়িত্তে ভাল উদ্দেশে ব্যবহার করবেন ।

 

গুগল ডর্ক/ডর্ক আসলে কি ?

আমরা সচরাচর সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করে থাকি । সার্চ ইঞ্জিন হলো এমন একটি অনলাইন টুল বা ওয়েবসাইট যা ইন্টারনেট এর মোটামুটি সকল ইনফরমেশন(বিশেষ এবং পাবলিক নয় এরকম তথ্য বাদে) এর ইনডেক্স তার নিজের ডাটাবেজ এ সংরক্ষন করে রাখে । যখন আমরা কোনোকিছু সার্চ করি তখন সে কী ওয়ার্ড অনুযায়ী তার ডাটাবেজ থেকে নিজের মতো করে সংশ্লিষ্ট তথ্যগুলো আমাদের সামনে হাজির করে । ইন্টারনেট এ অসংখ্য সার্চ ইঞ্জিন আছে । বলাই বাহুল্য গুগল সবচেয়ে জনপ্রিয় । এমন এমন সার্চ ইঞ্জিন আছে যেগুলোর নাম আমি এখন লিখতে শুরু করলে আপনি প্রথমে দেখে হয়তো ভাববেন এটা আবার কি । এটা খায় না মাথায় দেয় ।

 

 

এখন আসি ডর্ক কি সে প্রসঙ্গে । আগেই বলেছি 
সার্চ ইঞ্জিন অসংখ্য ইনফরমেশন এর ইনডেক্স নিজের 
কাছে রেখে দেয় । এই ইনফরমেশন এর মধ্যে এমন 
কিছু ইনফরমেশন ও পড়ে যায় যা দিয়ে চলমান কোন 
ওয়েবসাইট এর ক্ষতি করা যায় বা কোন ওয়েবসাইট এর 
গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা যায় । যেমন ধরুন 
এই মুহূর্তে আপনার ৫০ হাজার ভ্যালিড মেইল
আইডি লাগবে । ডর্ক সম্পর্কে ধারনা না থাকলে হয়তো 
আপনি বলবেন অসম্ভব ।কিন্তু সব জায়গায় অসম্ভব কে
 সম্ভব করার জন্য অন্যদের কিছু ভুল থাকে , যা 
অন্য আরেকজনের জন্য সম্ভাবনা । সাধারন কি
ওয়ার্ডছাড়া বিশেষ কিছু কমান্ড ব্যবহার করে ওয়েবসাইট 
এর বাগ খুঁজে বের করা বা দরকারি তথ্য খুঁজে বের 
করাকে ডর্ক সার্চ বলা যায় । ডর্ক সার্চ বলতে মূলত
গুগল ব্যবহার করে DORKING করা বুঝায় ।

নিচের ডর্ক টি দেখুন । এটি ব্যবহার করে আপনি xls ফাইল আকারে ইমেইল আই ডির ইউজার নেম কালেক্ট করতে পারবেন । আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম । এরকম অসংখ্য কাজ করা যায় ডর্ক দিয়ে ।

একটা ডর্ক সার্চ হতে পারে [  inurl:admin.php site:.in]

এটার অর্থ আপনি গুগল কে বলে দিচ্ছেন আপনাকে inurl এ admin.php এবং indian site গুলো শুধু মাত্র দেখাবে। এটা করে আপনার লাভ হলো সাইট টা যদি দূর্বল হয় আপনি SQL injection এর মাধ্যমে খুব সহজেই সেই আডমিন প্যানেলের এক্সেস নিতে পারেবেন।      


আপনাদের সাথে একটা টেক্সট ফাইল শেয়ার করলাম । যেটার মধ্যে ৪৫০০ টির বেশি গুগল ডর্ক কমান্ড আছে । আপনাদের কাছ থেকে এগুলোর ভাল ব্যবহার আশা করছি ।
Download linked Failed

Tap to download  : 

Video:  


If video can't open Click Here
গুগল ডর্ক সম্পর্কে জানতে আমার পরবর্তী ব্লগ পরুন।    

হ্যাকিং কি? হ্যাকিং এর জন্য কি কি জানতে হয়?


হ্যাকিং নামটি শুনলেই কেমন একটা জানার ইচ্ছা করে, হ্যাকিং কি – তাই না? সত্যিই তো জানতে ইচ্ছে হবারই কথা। কে চায় না সাধারণ মানুষের থেকে একটু আলাদা কিছু জেনে নিজেকে সবার মাঝে, বিশেষত বন্ধুদের মাঝে জাহির করতে।

তবে, আপনি যদি ভেবে থাকেন দুই একটা ইউটিউব টিউটোরিয়াল বা কোন রিকোভার সিস্টেমের নিয়ম জেনে আপনি হ্যাকিং জেনে গেছেন এবং আপনি হ্যাকার হয়েও গেছেন, তবে এই ভুল চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

আবার যদি ভেবে থাকেন, হ্যাকিং খুব খারাপ কাজ, তবে আপনার জানা দরকার যে-সব কারণে ইথিক্যাল হ্যাকিং শেখা অত্যন্ত জরুরী। আশা করি, এটি জানার পর আপনি আর হ্যাকিংকে খারাপ চোখে দেখবেন না।

হ্যাকিং বিষয়টা নিয়ে যেহেতু আমাদের সবার জানার ইচ্ছে, তাই চলুন আজকে এই হ্যাকিং বিষয়টা নিয়ে সামান্য আলোচনা করা যাক।😀😀😀

হ্যাকিং কি?

Image Not Found


সহজ ভাষায় যদি আমরা হ্যাকিংকে সজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হয়, হ্যাকিং হচ্ছে এমন এক ধরনের বেআইনী প্রচেষ্টা যার মাধ্যমে একজন ব্যাক্তি গোপনীয় তথ্যকে তার অনিচ্ছা এবং অজ্ঞতাসারে হাসিল করা। 

আপনি হয়ত ভাবছেন বিষয়টা কতটা মজার হতে পারে! যদি আপনি সিষ্টেমটা জানতেন, তবে হয়ত আপনি আপনার বন্ধুদের সাথে অনেক মজা করতে পারতেন। আপনার হয়ত ধারণাই নেই যে এই বিষয়টা কতটা ভয়ানক হতে পারে। হ্যাকিং যতটা কঠিন বিষয় ঠিক ততটাই মারাত্বক হতে পারে একজন মানুষ, প্রতিষ্ঠান বা দেশের জন্য।

আপনি হয়ত জানতেও পারবেন না যে একজন হ্যাকার আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের সকল তথ্য নিয়ে যাচ্ছে যেখানে থাকতে পারে আপনার ব্যাংক একাউন্ট ডিটেইল। থাকতে পারে কোন অন্তরঙ্গ ছবি বা আরো অনেক কিছু যা হয়ত আপনি অন্য যে কাউকে দেখাতে বা জানাতে ভয় পান।

হ্যাকার কাকে বলে?

হ্যাকার হল এমন ব্যক্তি যে অ্যাক্সেস পাওয়ার জন্য কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কগুলির দুর্বলতা খুঁজে পায় এবং তাদের কাজে লাগায়। হ্যাকাররা সাধারণত কম্পিউটার সুরক্ষার জ্ঞানসম্পন্ন দক্ষ কম্পিউটার প্রোগ্রামার। 

যাইহোক, হ্যাক এবং হ্যাকার সম্পর্কে যতদূর সহজ ভাষায় হোক ধারণা দিতে পেরেছি। এর থেকে নিশ্চিত আপনি বুঝতে পারছেন সাধারণ মেধা সম্পন্ন কোন ব্যাক্তি এই হ্যাকিং জগতে বিরাজ করতে পারে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, একজন হ্যাকার কি কি বিষয়ে পারদর্শী হয়ে থাকে।

হ্যাকিং এর জন্য কি কি জানতে হয়?

১. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ (Programing Language) সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান: একজন হ্যাকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার প্রোগ্রামিং ভাষা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। একজন হ্যাকারের জন্য প্রোগ্রমিং ল্যাংগুয়েজ বলতে পারেন সব থেকে বেশি জরুরি। কেননা, এর সাহায্য ছাড়া সে প্রসেসরকে পড়ার ক্ষমতাই রাখে না।

২. ইন্টারনেট সার্চ ইঞ্জিন সম্পর্কে জ্ঞান: একজন হ্যাকারকে ইন্টারনেট সার্চ ইঞ্জিন সম্পর্কে ভাল জ্ঞান রাখতে হয়। অর্থাৎ, তথ্য সংগ্রহের জন্য কীভাবে কার্যকরীভাবে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করা যায় তা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তাকে অবশ্যই জানতে হয়ে যেসার্চ ইঞ্জিন কি এবং এটি কিভাবে কাজ করে আর বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন কি কি।

৩. একটি লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম  এবং প্রতিটি লিনাক্স ব্যবহারকারীর জানা উচিত এমন বেসিক কমান্ডগুলি জানতে হয়।

৪. কার্যকর হ্যাকার হওয়ার জন্য প্রোগ্রামিং দক্ষতা, নেটওয়ার্ক দক্ষতা, SQL দক্ষতা অপরিহার্য।

হ্যাকিং কখনও সহজ কাজ ছিল না। কখনই নয়। তবে এখন প্রচুর কম্পিউটার ফ্রিক্স হ্যাক্যার হতে চায়। হ্যাকার হওয়া হয়ত সহজ; যা কঠিন, তা হ’ল একটি ভাল মানের হ্যাকার হওয়া। এখানে আমি ভাল হ্যাকারদের  কিছু স্কিল বলছি। কম্পিউটার দক্ষতা যে কতটা জরুরি হয়ত তা আপনি এতক্ষনে টের পেয়ে গেছেন, তাই আলাদা করে তা এবার অ্যাড করব না।

১. সফটওয়্যার মার্কেটের সাথে কানেকশন রাখা। হ্যাকিং কাজে সহায়তা করতে পারে এমন সকল সফটওয়্যারের খোজ রাখা।

২. ধৈর্য্য একজন ভাল হ্যাকারের অনেক বড় গুণ। কেননা আপনি হয়ত অনেক সোসিয়াল মিডিয়াতে শুনেছেন দুই মিনিটে হ্যাক করে দেয়া হ্যাকারের নাম। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, দুই মিনিটে শুধু ম্যাগী নুডুলস তৈরি হতে পারে। কোন প্রোফাইল বা কোন ওয়েব হ্যাক নয়। কোন কোন প্রোফাইল হ্যাক করতে কয়েক সপ্তাহ আবার কোন কোন ওয়েব হ্যাক করার জন্য একাধিক হ্যাকার মিলে কয়েক মাস যাবৎ পরিশ্রম করে। তাই ধৈর্য্য হ্যাকারদের অনেক বড় একটি গুন।

৩. একজন ভাল হ্যাকার একজন ভাল পর্যবেক্ষক হয়ে থাকে। সে তার টার্গেটকৃত বিষয়টি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তার দূর্বল স্থানটি বের করে।

৪.  একজন ভাল হ্যাকার এমন সবকিছু খেয়াল করে যা আপনার কাছে তুচ্ছ মনে হয়। আর যা আপনি ভেবেও দেখেননি।

৫. একজন ভাল হ্যাকার কখনও তার লক্ষবস্তুকে ছোট করে দেখে না। যার ফলে সে তার সবটুকু মেধা খাটাতে পারে।

ইথিক্যাল হ্যাকিং এ কারণে বলছি যে, হ্যাকিং বিষয়টা যে শুধু খারাপ কাজে ব্যবহার হয় এমন ধারণা পোষণ করা মানুষ হয়ত আমাদের সমাজে বেশি। তবে, হ্যাকিংকে কাজে লাগিয়ে যেমন খারাপ কিছু করা সম্ভব, ঠিক তেমনি ভাল কিছুও সম্ভব।😊😊




                             Follow on Facebook 
Sorry link not Found

Hacker হওয়ার জন্য Programming language জানা টা কি জরুরী?

প্রগ্রামিং পিকচার


আপনি হ্যাকার হতে চান?

আপনি জানতে চান  হ্যাকার হওয়ার জন্য আপনাকে কি প্রোগ্রামিং ভাষা শিখতে হবে?

এখন মূল কথাই আসা যাক। 
Hacker বলতে আপনারা কি বুঝেন তা জানি না। 
তবে একজন অতি দক্ষ hacker হতে হলে, programming হলো এমন একটা বিষয় যা তুমি কখনই অবহেলা করতে পারবেনা।

একজন programming language না জানলেও hacker হতে পারবে। তবে আমি উপরে একটা কথা উল্লেখ করেছি “অতি দক্ষ”।
আসলে মূল কথা হল, তুমি যদি একজন সাধারন hacker ও হতে চাও, তবুও তোমার অন্তত কইএকটা programming language এর basic concepts জানা লাগবে।(এইখানেই অনেকের মন ভেঙে যাবে। কিন্তু হতাশ হবেন না। এখন প্রোগ্রামিং শেখা অনেক সহজ।)

এখন আসি  কেন তুমি hacker হওয়ার জন্য programming language শিখবে।
১.Hacker হল একজন problem solver এবং tool builder । programming শেখার মাধ্যমে তুমি বিভিন্ন সমস্যার সমাধান খুজে বের করতে পারবে সহজেই।( Because programming is all about iq test)

২. Programming শেখার মাধ্যমে তুমি script kiddies দের থেকে আলাদা হবে। কেননা একজন ভালো hacker সবসময়ই নিজের তৈরি hacking tools  ব্যবহার করতে বেশি পছন্দ করে। 

৩. Programming automation ব্যবহার করে তুমি বিভিন্ন জটিল জিনিস automatic করে ফেলতে পারবে। যার মাধ্যমে ১০ মিনিট এর কাজ ১০ সেকেন্ড এ শেষ করে ফেলা যাই। 
৪. যদি তুমি programming language জানো তবে তুমি বিভিন্ন software এর দুর্বল অংশ গুল খুজে বের করে তাতে access নিতে পারবে।

এখন তোমার মাথাই আসতে পারে তাইলে কি কি language শিখব। 



গুগল ডর্ক কি ? কিভাবে ব্যবহার করা যায় ? বিস্তারিত আলোচনা

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজ হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে । ATTENTION: ডর্ক ব্যবহার করে দুর্বল ওয়েবসাইট এর...